
মোঃ সমুজ আলী রানা বাহুবল (হবিগঞ্জ)নিজস্ব প্রতিনিধি ।।।
বাহুবলের সাতকাপন ইউনিয়নের লালটিলা এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দিকে কম পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে দেড় ঘন্টা স্থায়ী সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালটিলা বাজারের পাশে কোটি টাকা মূল্যের জায়গা রয়েছে। এ জায়গার মালিকানা নিয়ে ২০২১ সাল হতে মুড়াগাও ও লালটিলা গ্রামবাসীর মাঝে বিরোধ চলে আসছে। এমন কি উভয় পক্ষে মামলা মোকদ্দমা চলছে আদালতে। এরই মধ্যে স্থানীয় বাজারে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে উভয় গ্রামবাসীর মাঝে।
শুক্রবার দুপুরের দিকে লালটিলা গ্রামের কয়েক ব্যক্তি বিরোধীয় জায়গায় হাল চাষ করতে গেলে উল্লেখিত দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেড় ঘন্টা ধরে চলে সংঘর্ষ। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুত্বর আহতদের মধ্যে আব্দুল আউয়াল (২৬)কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে এবং অন্যান্যদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।