বাড়িএক্সক্লুসিভ নিউজহবিগঞ্জে হাওরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

হবিগঞ্জে হাওরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার টেহেরবন হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামে আবদুল করিম (৬৫) ও একই গ্রামের নূর উদ্দিন (৫০)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার টেহেরবন হাওরে আজ সকাল থেকে কৃষিকাজ করছিলেন স্থানীয় কৃষকেরা। সকাল ১০টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে কৃষক আবদুল নূর ও আবদুল করিম ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে আত্মীয়স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ নিয়ে আসেন। পরে বিষয়টি বানিয়াচং থানা ও উপজেলা প্রশাসনকে জানানো হয়।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ প্রথম আলোকে বলেন, আজ সকালে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে দুজন কৃষক প্রাণ হারান। তাঁদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments