বাড়িএক্সক্লুসিভ নিউজহরিপুরে সিলেট-১০ কূপ খননে চীনা কোম্পানীর সাথে চুক্তি

হরিপুরে সিলেট-১০ কূপ খননে চীনা কোম্পানীর সাথে চুক্তি

সিলেট গ্যাস ফিল্ডের হরিপুর গ্যাসক্ষেত্রে নতুন অনুসন্ধান কূপ সিলেট-১০ খনন করতে চীনের কোম্পানী সিনোপ্যাক এর সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। গত রোববার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার কার্যালয়ে সিনোপ্যাক পেট্রোলিয়াম কর্পোরেশন ও সিলেট গ্যাস ফিল্ডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। কূপটি খননে ব্যয় হবে ১৪৯ কোটি টাকা। সিলেট গ্যাস ফিল্ডের নিজস্ব তহবিল থেকে এই অর্থ ব্যয় করা হবে।

চুক্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও পেট্রোবাংলার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত সচিব এসএম জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।

সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান জানান, এই কূপে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে ধারনা করা হচ্ছে। আগামী ২০২৩ সালের মধ্যে কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করার পরিকল্পনা রয়েছে। কাজ সফল ভাবে সম্পন্ন হলে কূপটি থেকে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments