
শাহজাদপুর(সিরাজগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি
হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষথেকে প্রচন্ড গরমে দিনমজুর ও রিক্সা চালকদের পাশে, মানবিক শাহবাজ খান (সানি) তীব্র দাবদাহে পুড়ছে পুরাে দেশ।
কয়েক দিনেরতীব্র গরমে অতিষ্ঠ হয় উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের মানুষ। বিশেষকরে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও রিক্সা চালকরা।
তীব্র গরমে অসহায় তারা। তীব্র রােদের কারণে রিক্সা চালাতে খুবই কষ্ট হচ্ছে তাদের। এত গরম যে রাস্তায় দাঁড়ানাে কঠিন হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এই মানুষগুলােকে একটু স্বস্থিদিতে এগিয়ে এসেছেন হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষথেকে শাহবাজ খান (সানি) প্রতিষ্ঠাতা পরিচালক প্রচেষ্টা সবার জন্য (মানবিক সংগঠন) শাহজাদপুর সিরাজগঞ্জ। শাহজাদপুর, থানার ঘাট, করতোয়া ব্রিজে দাড়িয়ে রিক্সা চালক ও দিনমজুরদের মাঝে দুইশতাধিক ক্যাপও বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। এছাড়া নিজের হাতে কারােকারাে মাথায় ক্যাপ পড়িয়ে দিয়েছেন। প্রচেষ্টা সবার জন্য (মানবিক সংগঠন) এর এমন উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আর গরমে কিছুটা স্বস্থিপেতে একটি ক্যাপ আর বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে খুশি হয়েছেন রিক্সা চালক ওদিনমজুররা।
এ প্রসঙ্গে প্রচেষ্টা সবার জন্য (মানবিক সংগঠন) এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শাহবাজ খান (সানি) বলেন প্রচন্ড শীতে আমরা শীতার্তমানুষদের কম্বল ও গরম কাপড় দেই। কিন্তু প্রচন্ড গরম আর রােদে দিনমজুর আর রিকসা চালকরা অস্থির হয়ে উঠে। তাই আমি মনেকরেছি একটি ক্যাপ ও বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন কিছুটা স্বস্থি দিতে পারে তাদের। এজন্য মঙ্গলবার ৩০ এপ্রিল দুপুরে ক্যাপ আর বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছি।