বাড়িঅন্যান্যহাওরের ফসল নিয়ে প্রধানমন্ত্রীও চিন্তিত : কৃষিমন্ত্রী

হাওরের ফসল নিয়ে প্রধানমন্ত্রীও চিন্তিত : কৃষিমন্ত্রী

সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। আজ শনিবার দুপুরে জেলার দিরাই উপজেলার চাপতির হাওরে
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। আজ শনিবার দুপুরে জেলার দিরাই উপজেলার চাপতির হাওরেছবি: প্রথম আলো
হাওরের বোরো ফসল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চিন্তিত বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, হাওরে বাঁধ নির্মাণে গাফিলতি আছে। সময়মতো কাজ হয়নি। হাওরের সার্বিক বিষয় তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।
আজ শনিবার বিকেলে সুনামগঞ্জে কম্বাইন হারভেস্টরে ধান কাটা ও কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার দেখার হাওরপারের বাহাদুরপুর গ্রামে এই অনুষ্ঠান হয়।
এর আগে দুপুরে মন্ত্রী সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়া চাপতির হাওর পরিদর্শন করেন। তিনি সেখানে ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
মতবিনিময় অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, হাওরে উৎপাদিত বোরো ফসল দেশের খাদ্যনিরাপত্তায় বিরাট ভূমিকা রাখে। বিশাল জনগোষ্ঠী এই হাওরের সঙ্গে যুক্ত। সুনামগঞ্জে কিছু হাওরের ফসল নষ্ট হয়েছে। অন্য হাওরে ফসলের ঝুঁকি আছে। পানি আবার বাড়ছে। আমরা চেষ্টা করছি কৃষকের মুখে যেন হাসি থাকে, মলিন যেন না হয়। এ জন্য আগামী ১৫ দিন সবাইকে সেই চেষ্টা করতে হবে।
আব্দুর রাজ্জাক বলেন, শেখ হাসিনা কৃষকদরদি নেত্রী। সরকার গত বছর কৃষিতে সার কেনায় আট হাজার কোটি টাকা ভুর্তকি দিয়েছে। এ বছর সেটা হবে ৩০ হাজার কোটি টাকা। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেন, কৃষক আগে। তারপর অন্য কিছু।
হাওরের ধান তলিয়ে গেলে দেশে চালের দাম পারতে পারে উল্লেখ করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, দেশে খাদ্যঘাটতি নেই, সংকট নেই, হাহাকার নেই। সুতরাং হাওরের কৃষকেরা না খেয়ে থাকবেন না। যেসব কৃষকের বোরো ধান তলিয়ে গেছে, তাঁদের খাদ্যসহায়তা দেওয়া হবে। তিনি বলেন, হাওরের ধান তোলা নিয়ে আমি সব সময় আতঙ্কে থাকি, কখন কী হয়! কারণ, প্রকৃতির ওপর আমাদের হাত নেই। হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায়, তাহলে চালের দাম বাড়বে। তখন কেউ বলবে না, হাওরের ধান তলিয়ে গেছে। শুধু বলবে চালের দাম বেড়েছে। তখন দেশের বিরোধী দলসহ সবাই খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান, সাংসদ ও কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম, সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত নারী আসনের সাংসদ শামীমা আক্তার খানম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments