হাজার মানুষের ভালবাসায় সিক্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন ফেঞ্চুগঞ্জ আওয়ামী সংগঠনের প্রিয় মুখ আজিম উদ্দিন আজিম।
১৪ আগষ্ট রবিবার বাদ জোহর ফেঞ্চুগঞ্জ উপজেলার সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজের মাধ্যমে হাজারো ফেঞ্চুগঞ্জবাসী শেষ বিদায় জানালেন ফেঞ্চুগঞ্জের সামাজিক রাজনৈতিক এবং ক্রীড়াঙ্গনের এক পরিচিত মুখ আজিম উদ্দিনকে।
ফেঞ্চুগঞ্জের ছাত্র রাজনীতির নব্বইয়ের দশকের হার না মানা এই যুদ্ধা কাজ করে গেছেন নিরলস ভাবে। ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাজপথে ছিলেন একজন দক্ষ সংগঠক এবং মঞ্চে ছিলেন আকর্ষণীয় ও মনমুগ্ধকর বক্তা, নীতি ও আদর্শের মাধ্যমে তৈরি করেছেন শত শত নেতাকর্মী।
কোন পদ পদবী বা লোভ তাকে আকৃষ্ট করতে পারেনি। ভালো কোন পদ না পেলে ও রাজনীতি থেকে তিনি পিছু হঠেননি।শরীরে অসুখ নিয়ে ও দলের যে কোন প্রোগামে থেকেছেন অগ্রনী ভুমিকায়। অসুখকে অড়ালে রেখে কাজ করেছেন দলের জন্য।
শনিবার দুপুরে স্ট্যাসের মাধ্যমে তার অসুখের খবর জানতে পারেন। আবার রবিবার রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েলে ফেঞ্চুগঞ্জের সর্বত্র শোকের ছায়া নেমে আসে।শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি তিন সন্তানের জনক। স্ত্রী সন্তান ছাড়া ও অনেক আত্নীয় স্বজন রেখে গেছেন।
আজিম উদ্দিনের জানাযায় অংশ নেন আওয়ামীলিগ সংগঠন ছাড়া ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। জানাযা পূর্ব এক সংক্তিপ্ত বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান জাহিরূল ইসলাম মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারন সম্পাদক আব্দুল বাসিত টুটুল। সিলেট জেলা পরিষদ সদস্য আব্দুল আউয়াল কয়েছ ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি নুরুল ইসলাম,সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, জেলা বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলিগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস তসলিম আহমদ নেহার,আওয়ামীলিগের প্রচার সম্পাদক হাজী এনামুল হক,যুগ্ম সম্পাদক মুহিব উদ্দিন বাদল,সহ সভাপতি মামুন আহমদ নেওয়াজ,নজুরুল ইসলাম মিফতার,ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী সহ উপজেলা আওয়ামীলিগ সহ সহযোগি সংগঠন সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক শ্রেণীপেশার মানুষ জানাযায় অংশ নেন।