
আব্দুস শুক্কুর, গোয়াইনঘাট (সিলেট)::
জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২৮ তম আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
বিদ্যালয়ের অধ্যক্ষ মো. ছরোয়ার্দী হোসেন’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শফিকুল ইসলামের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খাঁন, বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য আবুল হাসনাত, বিশিষ্ট মুরব্বি জুলহাস শিকদার, রমজান আলীসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার্থী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি এ ধরনের সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি শিক্ষার্থীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। যা দিয়ে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে একটা সঠিক নির্দেশনা লাভে সক্ষম হবে। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মতো বিজয় অর্জন করবে। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।