
মোঃ হোসেন আলী বিশ্বাস শৈলকুপা (ঝিনাইদহ) বিশেষ প্রতিনিধি।
ঝিনাইদহে শৈলকুপা হাট ফাজিল পুর মাধ্যমিক বিদ্যালয় এ অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রিয়া অনুষ্ঠান যা সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের আনন্দে মেতে তুলেছিল।
অনুষ্ঠানটির আয়োজন করা হয় হাটফাজিল পুর মাধ্যমিক বিদ্যালয় এর বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসব ২০২৫ উপলক্ষে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিলো নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন গান, নৃত্য, নাটক, কবিতা, কৌতুক আবৃত্তি এবং ক্রীড়া প্রতিযোগিতা। সকাল ৯টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রথমে শিক্ষার্থীরা কবিতা কৌতুক ও গজল মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করে। তাদের সুরেলা কণ্ঠে পরিবেশিত গান এবং রঙিন পোশাকে পরিবেশিত নৃত্যটি ছিল এক নিখুঁত সংমিশ্রণ। এর পরে একটি নাটকের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা সমাজের নানা বিষয় তুলে ধরে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। একই সাথে, কবিতা আবৃত্তি,সংগীত ও নৃত্যের অঙ্গভঙ্গি এবং বক্তৃতা প্রতিযোগিতা হয়ে থাকে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের গুণাবলি প্রদর্শন করে।
এরপর শুরু হয় ক্রিয়া অনুষ্ঠান যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের খেলা এবং প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাইমারি মোরগ লড়াই (বালক )দড়ির নাচ ( বালিকা), অভিভাবকদের হাড়িভাঙ্গা (পুরুষ) বালিশ বদল (মহিলা), এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এর ধীশক্তি পরীক্ষা, প্রাক্তন ছাত্র/ছাত্রী অত্র বিদ্যালয় হতে (এস.এস.সি পাশ) কুইজ প্রতিযোগিতা, বহিরাগতদের জন্য ম্যারাথন দৌড় (বকশিপুর বাজার থেকে বিদ্যালয় পর্যন্ত), শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির জন্য হাড়ি ভাঙ্গা ও যেমন খুশি তেমন সাজো (বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীবৃন্দ খেলাধুলার মধ্যে ছিল উত্তেজনা ও প্রাণবন্ত পরিবেশ, যা দর্শকদের অভিভূত করে। যারা প্রথম স্থান অর্জন করেন। তাদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি অত্রবিদ্যালয়ের জনাব সম্রাট হাসান ও প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব মোঃ আবুল হোসেন ( সভাপতি, শৈলকুপা উপজেলা বিএনপি) বিশেষ অতিথি জনাব এ্যাড: মোঃ হুমায়ুন বাবর ফিরোজ ( সাধারন সম্পাদক, শৈলকুপা উপজেলা বিএনপি) জনাব মোঃ সুলতান আলী ( মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা, শৈলকূপা উপজেলা) জনাব মোঃ রফিকুল ইসলাম ( সহ: সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান ১১ নং আবাইপুর ইউ:পি: ও সভাপতি ও ১১ নং আবাইপুর ইউনিয়ন বিএনপি) জনাব শহিদুল বিশ্বাস ( সাধারণ সম্পাদক, ১১ নং আবাইপুর ইউনিয়ন বিএনপি) জনাব মোঃ রবিউল ইসলাম ( আহবায়ক, শৈলকূপা উপজেলা যুবদল)।
অনুষ্ঠানটি হাফিজ স্যারের সঞ্চালনায় শুরু হয় এবং সার্বিক তত্ত্বাবধানে জনাব মোঃ জাহাঙ্গীর আলম (সহকারী প্রধান শিক্ষক) হাটফাজিল পুর মাধ্যমিক বিদ্যালয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, জনাব সম্রাট হাসান( সভাপতি অত্রবিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।