মোঃ আব্দুল আউয়াল বাবু,হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধায় কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন লালমনিরহাট-১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট অব. মোতাহার হোসেন এমপি।
শনিবার (১৫ জুন) দুপুরে হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু। হাতীবান্ধা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া ও শারমিন সুলতানা সাথি। সিঙ্গীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি লিপন রায় ও সাধারণ সম্পাদক রাফিউল হোসেন সম্পদ। হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের নেতা বরকত হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে দুই হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেয়াজ ও আমনধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মায়েদুল ইসলাম।