
রাশিদুল ইসলাম বাবু -পাটগ্রাম (লালমনিরহাট)
লালমনিরহাটের হাতীবান্ধায় ৪ মাস বয়সী মেয়েকে হত্যার পর মা বিষ পান করে আত্নহত্যা করেছে।
শনিবার (১জুন) রাতে উপজেলার ভেৱাগুড়ি ইউনিয়ন থেকে পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ময়না তদন্তে জন্য মৃর্গে প্রেরণ করেন।
এর আগে শনিবার (১জুন) দুপুরে ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সোনারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার আকবর আলীর স্ত্রী রুজিনা বেগম (৩৫) প্রথমে তার ৪ মাস বয়সী বাচ্চা জান্নাতুল ফেরদৌসীকে বিষ পান করে হত্যা করেন। পরে তিনি নিজেই বিষ পান করে আত্নহত্যা করেন। তবে কি কারণে রুজিনা বেগম তার মেয়েকে হত্যার পর নিজে আত্নহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি।
পারিবারিক ভাবে দাবী করা হচ্ছে রুজিনা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগে কোলের শিশুকে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করেন।
রোজিনা বেগমের স্বামী আকবর হোসেন বলেন,আমার স্ত্রীর দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। আমি কাজে বাইরে গেলে সবার অজান্তে আমার চার বছরের শিশু ও স্ত্রী বিষ পান করে আত্মহত্যা করে।
ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডল বলেন, ওই নারীর দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন। সবার অজান্তে নিজ সন্তানকে বিষ পান ও নিজে বিষ পান করে আত্মহত্যা করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় একটি হত্যা মামলা ও একটি আত্নহত্যার মামলা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে কি কারণে এমন ঘটনা ঘটেছে।