মতিউর রহমান, শিক্ষানবিশ প্রতিনিধি ধামরাই ঢাকা :
বাংলাদেশ তেরশত নদীর দেশ। ধামরাইয়ের বুকে ছিল অসংখ্য নদী। এই সকল নদীগুলো বিভিন্ন বিলে গিয়ে মিশত তাদের গতিপথ হারিয়ে।
বর্ষা ছাড়াও নদী শুকিয়ে গেলে বিলে থাকতো পানি জমে,জেলেরা মাছ ধরে প্রায় সারা বছর জীবিকা নির্বাহ করতো।এখন নাই পানি পাওয়া যায়না মাছ। জেলেরা তাই মৌসুমী জেলে হয়ে জীবনধারণ করছে। বিভিন্ন প্রজাতির ছোট মাছের অভয়আশ্রম ছিল এই বিলগুলো, পানি শুকিয়ে গেলে খরা মৌসুমে মাছের পোনাগুলো বিলুপ্ত হয়ে যায়। এই প্রজন্মের মানুষেরা তাই অনেক মাছের নামই বলতে পারেনা। বিল গুলোরও নাম ছিল বাহারি বিটলার বিল, সিন্ধুলিয়ার বিল, কান্দুয়া বিল ইত্যদি। নদীতে পানি প্রবাহ না থাকায় বিলেও পানি জমেনা কোন কোন বিলের প্রবেশ পথ বন্ধ হয়ে গেছে। প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে বিলগুলো মরা ডুবায় পরিণত হয়েছে। বিলগুলোর স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে খনন করা হলেও মাটি বহনে রাস্তা নষ্ট হচ্ছে। পরিবেশের বিপর্যয় যেন কোনভাবেই ঠেকানো যাচ্ছে না।
তাই মাছে ভাতে বাঙালির, মাছের প্রজাতি ফিরে পেতে নদীরঅবশ্যই নাব্যতা প্রয়োজন। ধামরাইয়ের প্রতিটি বিলের চিহ্নই যেন খুঁজে পাওয়া দুষ্কর।