বাড়িঅন্যান্যহারিয়ে যাওয়া বাবাকে খুঁজে দিলেন পুলিশ 

হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে দিলেন পুলিশ 

তিন মাস আগে ছেলের বাড়ি থেকে হারিয়ে যাওয়া অসুস্থ বাবা আব্দুর রশিদকে (৬৫) ফিরে পেলেন ছেলে শাহীন। শাহীন গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তল্লাপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন পরে বাবাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা ছেলে ও স্বজনরা।

বুধবার (১২ অক্টোবর) বিকালে দিনাজপুর নবাবগঞ্জ থানা পুলিশ ছেলের হাতে তুলে দেন তার হারিয়ে যাওয়া বাবাকে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আব্দুর রশিদের ছেলে শাহীন বলেন, তার বাবা গত ১৫ জুলাই বাড়ি থেকে হারিয়ে যায় যান। অনেক চেষ্টা করেও বাবাকে খুঁজে পেতে ব্যর্থ হন তিনি ও তার পরিবার। এক পর্যায়ে বাবাকে খুঁজে পাওয়ার আশা ছেড়েই দেন তারা। হঠাৎ ১২ অক্টোবর পুলিশের কাছ থেকে মোবাইল ফোনে সংবাদ পান তার বাবাকে খুঁজে পাওয়া গেছে। সংবাদ পেয়ে স্বজনদের নিয়ে থানায় আসেন এবং পুলিশের কাছ থেকে তার বাবাকে গ্রহণ করেন। তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে দেওয়ার জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির ছেলে শাহীনসহ কাছের আত্মীয়রা থানায় এসে উদ্ধার করা ব্যক্তির পরিচয় নিশ্চিত করায় ঐ ব্যক্তিতে স্বজনদের উপস্থিতিতে তার ছেলে শাহীনের হাতে তুলে দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments