ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
আজ সকালে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি কতৃক আয়োজিত এডভোকেট প্রমোদ মানকিন অডিটোরিয়ামে ২০২৩ এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন। হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ, ভাইস চেয়ারম্যান শেখ রাসেল,ও মনোয়ারা বেগম ময়না, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান কামরুল হাসান,ডাক্তার হাবিবুর রহমান,অধ্যক্ষ স্বপন ধর,চেয়ারম্যান ইকরামুল হাসান খশরু সহ অনেকে। সম্বর্ধনা সভায় বক্তারা বলে, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি ব্যবসায়ীদের কথা মাথায় রেখেও কৃতি শিক্ষার্থীদের যে সম্মান দিলেন তা নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন বাচ্চু। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে একে একে ক্রেস্ট তুলে দেন মঞ্চে আসনকৃত অতিথিবৃন্দ। শেষে ব্যবসায়ী উন্নয়ন সমিতির প্রাক্ষিক ম্যাগাজিন "আলোকের ঝর্ণাধরা " তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।