
ফয়জুর রহমান, ফুলপুর , ফুলপুর(ময়মনসিংহ)নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১১নংআমতৈল ইউনিয়নের চকের কান্দা, ও গোনাপাড়া এলাকার ঢাকা উত্তরার স্বেচ্ছাসেবী সংগঠন আর -রহমমান ফাউন্ডেশন এর উদ্যোগে পাকুরিয়ার উলামায়ে কেরাম ও সর্ব সাধারণ এর সহযোগিতায় ৩০০ শত পানি বন্দী পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রধান করা হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে উপজেলার ৮ নং নড়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানি বন্দী দুই শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও আস সুন্নাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।
ত্রান সামগ্রীর মাঝে রয়েছে রান্না করা খাবার, শুকনা খাবার, সুপেয় পানি,জরুরি ঔষধ পত্র, ও পরিধানের বস্ত্র।
সর জমিনে গিয়ে দেখা যায় অনেক জায়গায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো হাজারো মানুষ পানিবন্দী রয়েছে। যারা পানি নেমে যাওয়ার কারণে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে গেছে সেখানেও এখনো বসবাসের উপযোগী হয়নি। ফলে তারা রান্নাবান্না করতে না পারায় অনেক কষ্টে দিন কাটাচ্ছে।
বন্যা কবলিত এলাকায় অনেক পরিবার গত চার পাঁচ দিন যাবত রান্না করা খাবার খেতে পারছেনা। চিড়ামুড়ি খেয়ে দিন যাপন করছে।
তাই ঐ সমস্ত এলাকার বাসিন্দারা ত্রান সহায়তা পেয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। অনেকেই ত্রাণ সহায়তা পেয়ে খুশিতে আল্লাহর দরবারে ত্রান দান করিদের জন্য দোয়া কমনা করেন।