বাড়িএক্সক্লুসিভ নিউজহাড়ভাঙ্গা শীতে আর গভীর রাত উপেক্ষা করে শাবিপ্রবিতে মশাল মিছিল

হাড়ভাঙ্গা শীতে আর গভীর রাত উপেক্ষা করে শাবিপ্রবিতে মশাল মিছিল

গভীর রাতে হাড়ভাঙ্গা শীত উপেক্ষা করে এক দফা দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগে মশাল মিছিলে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার(২০জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে এ মিছিল বের করেন শিক্ষার্থী।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভিসি বাস ভবিনের সামনে গিয়ে জড়ো হয়। এতে এক দফা দাবিতে বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

এদিকে অনশনের ৩৫ ঘন্টা পার হলেও তা ভঙ্গ করেনি শিক্ষার্থীরা। এরই মধ্য ৭জন গুরুতর অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন। তবে রাত সাড়ে দেড়টা পর্যন্ত পর্যন্ত কেউ লিকুইড নেননি বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে মেডিকেলে ভর্তি হওয়া অনশনরত বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, ‘আপনারা অনেকে ভাববেন যে, আমি মেডিকেলে ভর্তি হয়ে হয়ে এখানে অনশন ভেঙ্গে পেলেছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এ স্বৈরচারী ভিসি পদত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি অনশন ভাঙ্গবো না’।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments