
মোঃ জাহিদ হোসেন (হিজলা নিজস্ব প্রতিবেদক)
বরিশালের হিজলা উপজেলার হিজলাগৌরবদী ইউনিয়নের একতা বাজারে ৪টি চোরাই গরুসহ ২জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে একতা বাজারে গরুর হাটে চোরাই গরু সন্দেহ করে হিজলাগৌরব্দী ইউনিয়নের চর হিজলা গ্রামের নজির আহমেদ মোল্লার ছেলে কালাম মোল্লাকে জিজ্ঞাসা করলে সে চোরাইকৃত ২টি গরু বিক্রির জন্য বাজারে আনা হয়েছে বলে স্বীকার করে। তার সাথে আলি হোসেন মালতিয়ার সম্পৃক্ততা রয়েছে বলে জানান তিনি এবং ৪ টি গরুর দুটি বাজারে আনা হয়েছে অন্য দুটি নজির আহমেদ মোল্লার বাড়িতে রয়েছে।
তারা গরু ৪টি কিনে আনার সঠিক তথ্য দিতে না পারায়, হিজলা থানায় অবগত করা হয়। পরবর্তীতে পুলিশ এসে ৪টি গরুসহ ২জনকে থানায় নিয়ে আসেন। এবিষয় হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন গরু সহ গ্রেপ্তার হওয়া ২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪