
এস এম মামুন সিপু।হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি।
পবিত্র মাহে রমজানে নিরীহ ফিলিস্তিনি মুসলমানের উপর ইহুদীবাদী ইজরায়েলিরা বর্বর হামলা চালিয়ে শত শত মুসলমান নারী,পুরুষ, শিশুকে নির্বিচারে শহীদ করার এবং ভারতের নাগপুর সহ বিভিন্ন জায়গায় মুসলমানদের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ, হাটহাজারী উপজেলা শাখা এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
২১ই মার্চ শুক্রবার জুমার নামাজের পর হাটহাজারী পৌরসভার ডাকবাংলো চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল হাটহাজারী ডাকবাংলো থেকে শুরু করে বাজার,বাসষ্টেশন,কলেজ গেইট,কাচারি সড়ক প্রদক্ষিণ করে, হাটহাজারী বড় মাদ্রাসা সামনে শেষ করে।