মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা থানার নবাগত ওসি মো. জাবেদ উল ইসলামের সাথে দেশের বর্তমান প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে মুক্ত আলোচনা ও মতবিনিময় হয়েছে। রবিবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় হোমনা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলামের নিজ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হোমনা উপজেলা শাখার নেতৃবৃন্দ সম্প্রতি হোমনা থানার অফিসার ইন চার্জ (ওসি) এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এই সাক্ষাতে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যাগুলোর সমাধান এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে থানা প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ওসি মহোদয় তাদের সাথে সংহতি প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর ভূমিকার উপর জোর দেন। তিনি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এবং সমাজের সকল স্তরের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা শাখার, সভাপতি মাওলানা মোহাম্মাদ আরিফ, সাধারন সম্পাদক মোহাম্মাদ ইব্রাহিম, কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি মাওলানা তাইজুল ইসলাম, মাওলানা বাহাউদ্দিন আশরাফ,মোহাম্মাদ শহিদউল্লাহ সওদাগর,আব্দুর রহিম,ডা.হুমায়ুন কবির,আব্দুস সাত্তার,সাহেব আলী,মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন হোমনা উপজেলা শাখার, সাধারণ সম্পাদক মাওলানা সালমান সাদী, যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মাদ আল আমীন, সাংগাঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহম্মেদ,মোহাম্মদ রুহুল আমীন, ছাত্র আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা শাখার সভাপতি লাদেন সরকার,অর্থ সম্পাদক মোহাম্মাদ ফয়সাল,মোহাম্মাদ সানাউল্লাহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।