
মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি।
কুমিল্লার হোমনা পৌরসভার একটি তালাবদ্ধ বাসা থেকে এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে হোমনা থানা পুলিশ স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা গেছে, হোমনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির মো. জাহাঙ্গীর আলমের ৬ তলা ভবনের ৫ তলা বাসার তালাবদ্ধ ঘরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙে ২২ বছর বয়সী লাইমার লাশ উদ্ধার করে। লাইমা হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের হায়েত মিয়ার মেয়ে। তার মা-বাবা বিদেশে অবস্থান করলেও দেশে ফিরে লাইমার মা ফেনী জেলার এক ব্যক্তিকে বিয়ে করে চলে যান, ফলে লাইমা তার নানার বাড়িতে থাকতেন।
লাইমার স্বামী প্রবাসী ফারুক মিয়ার সাথে তার ফেসবুকে পরিচয় এবং মোবাইলে বিয়ে হয়েছিল। তবে তাদের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। কয়েকদিন ধরে লাইমার সাথে ফোনে যোগাযোগ না হওয়ায় ফারুক তার ছোট ভাইকে বাসায় পাঠান। তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান, লাইমা কয়েক দিনের মধ্যে স্বামীর কাছে বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল। তার মামা ইমরান মাঝে মধ্যে বাসায় এসে টাকার জন্য চিল্লাচিল্লি করত বলে প্রতিবেশীরা জানান।
হোমনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানিয়েছেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট নয়, কারণ লাশটি গলে গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশের তদন্ত চলছে।