বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাহোমনায় বীর মুক্তিযোদ্ধা মোতালিব সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়।

হোমনায় বীর মুক্তিযোদ্ধা মোতালিব সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়।

মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা )প্রতিনিধি।

কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে নিজ বাড়ির মসজিদের পাশে চির নিদ্রায় শায়িত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব সরকার। তিনি হোমনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

রবিবার, ২০ অক্টোবর সকালে দড়িচর মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের স্মরণে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, সদস্য সচিব মো. মহিউদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব মো. শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর সরকার, আবদুল আজিজ সাব মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, মফিজুল ইসলাম গনি, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ও আবুল কাশেম প্রধান, মরহুমের বড় ছেলে কাউসার আহমেদ, গিয়াস উদ্দিন মাস্টার, মো. সেলিম কাউসার ও সাবেক মেম্বার ইসহাক প্রমুখ।

তিঁনি ১৯ অক্টোবর শনিবার রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিঁনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments