বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাহোমনায় শিক্ষকের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন।

হোমনায় শিক্ষকের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন।

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় একজন শিক্ষকের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ জনগণ। রবিবার (২০ অক্টোবর) বেলা ১টার দিকে হোমনা-মুরাদনগর সড়কের কাশিপুর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার সফল আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। তবে স্বৈরাচারী সরকারের দোসর ও তাদের অনুসারী সন্ত্রাসী, মাদকসেবী, মাস্তান, চাঁদাবাজরা ছাত্র-জনতার বিপ্লবকে কালিমালিপ্ত করতে নানা ভাবে হয়রানি শুরু করেছে। এতে করে ছাত্র-জনতার অর্জন ও প্রত্যাশা ম্লান হয়ে যাচ্ছে।

জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগর হত্যার ঘটনায় বাছিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকবর হোসেন ও তার চাচাতো ভাই জিয়া, বাবুল ও স্বপনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে হোমনা উপজেলার কালিপুর গ্রাম থেকে আকবর হোসেনসহ চারজনকে গ্রেফতার করে সেনাবাহিনী এবং তাদের সূত্রাপুর থানায় হস্তান্তর করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আকবর হোসেন কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন, তবে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। ঘটনার সময় তিনি নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। কিন্তু তাদের পরিবারের চারজনের নাম মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আকবর হোসেনের পরিবারের সদস্যরা দাবি করেন, স্থানীয় এক ছাত্রদল নেতার ব্যক্তিগত আক্রোশের কারণে তাদেরকে মামলায় জড়ানো হয়েছে। তারা এই হয়রানি মূলক মামলার গ্রেফতারকৃতদের মুক্তি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতির দাবি জানান।

এ বিষয়ে হোমনা সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শরিফুল ইসলাম মুঠোফোনে জানান, গ্রেফতারকৃত আকবর হোসেন, জিয়া, বাবুল ও স্বপন ঢাকার সূত্রাপুর থানায় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি। তাদের শুক্রবার বিকেলে সূত্রাপুর থানায় পাঠানো হয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments