কুমিল্লার হোমনায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-০১ ও ০২ আসনের পাঁচবারের সংসদ সদস্য এম.কে আনোয়ারের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, সকাল ১০টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, কোরআনখানি এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের আয়োজন করেন মরহুমের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার। এতে হোমনা, মেঘনা ও তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান, কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সী, হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল হক জহর, সদস্য সচিব মো. মহিউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুলসহ আরও অনেকে।
পরে মাহমুদ আনোয়ার কাইজার তাঁর বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় হোমনা ও মেঘনা উপজেলার ৫০টি মাদ্রাসায় ৫ হাজার টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান বিতরণ করেন।
এম.কে আনোয়ারের জীবন ও কর্ম
১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামের এক মুসলিম পরিবারে এম.কে আনোয়ার জন্মগ্রহণ করেন। তিনি হোমনা উচ্চ বিদ্যালয়, মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় এবং গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে ঢাকা কলেজ থেকে আইএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হন এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৫৩ সালে সিএসপি কর্মকর্তা হিসেবে ঝিনাইদহ জেলা ম্যাজিস্ট্রেট পদে সরকারি চাকরিতে যোগদান করেন। পরে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯১ সালে মন্ত্রিপরিষদ সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন।
অবসর গ্রহণের পর তিনি বিএনপিতে যোগ দেন এবং কুমিল্লা-০১ ও ০২ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি সরকারের বাণিজ্য, নৌপরিবহন, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে হোমনা-গৌরীপুর, হোমনা-মেঘনা ও অন্যান্য সড়কসহ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়।
২০১৭ সালের ২৪ অক্টোবর বার্ধক্যজনিত কারণে ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।