
মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় অত্যাধুনিক প্রযুক্তি ও ভাষা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ইব্রাহীম খলিল টাওয়ারের ২য় তলায় IELTS & IT Skills Center-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মোঃ সাইদুর রহমান সাঈদ কনসালট্যান্ট IELTS & IT, Skills Centere ও শিক্ষক (ইংরেজি), হোমনা প্রদর্শ উচ্চ বিদ্যালয়ের সঞ্চালনায় এবং মাসুম বিল্লাহ সজীব, প্রধান কার্য নির্বাহি ও চিফ কনস্যালট্যান্ট IELTS & IT Skills Center এর সভাপতিত্ত্বে এসময় বক্তব্য প্রদান করেন, রাশেদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার-হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মোঃ আব্দুল হক সরকার, সভাপতি, হোমনা প্রেসক্লাব, মোঃ লুৎফুর রহমান (প্রধান শিল্পক) হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, আমেনা বেগম, প্রধান শিক্ষক, কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যাললয়, কে এম আতিকুর রহমান প্রধান শিক্ষক, আমিনুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শামসুল হক সরকার, (প্রধান শিক্ষক) নিলখী উচ্চ বিদ্যালয়, আব্দুল করিম, প্রধান শিক্ষক, কাপাস কান্দি মডেল একাডেমি, তিতাস, কুমিল্লা। আরো উপস্থিত ছিলেন, আবু সায়েম সরকার, প্রধান পৃষ্টপোষক, IELTS & IT Skills Center, আনোয়ার হোসাইন, পরিচালক, IELTS and It Skills Center.
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী তরুণরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি ইংরেজি ভাষা দক্ষতা ও আইটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্যোক্তারা জানান, এখানে আন্তর্জাতিক মানের আইএলটিএস (IELTS) প্রশিক্ষণ, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি বিষয়ক কোর্স পরিচালিত হবে। যুগের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগ হোমনার শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে সহায়তা করবে এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি করবে। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে হোমনায় প্রযুক্তি শিক্ষার নতুন দুয়ার খুলে গেল।