
মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ২০ মার্চ (বৃহস্পতিবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার উদ্যোগে “সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে করণীয়” শীর্ষক আলোচনা সভা, থানা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, কুমিল্লা জেলা পশ্চিম, মাও. মুহাম্মদ বাহাউদ্দিন আশরাফ দা.বা. সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম, মুহাম্মদ আব্দুস সালাম সাহেব, উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সহ-সভাপতি হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার সভাপতি মাওলানা আরিফুল ইসলাম। মাওলানা বশির আহমদ
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ইউনুস আহমদ, সাবেক সহ-সভাপতি আবু ইউসুফসহ গণ অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলোনের নেতাকর্মীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় মাওলানা তাজুল ইসলামের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন, হোমনা উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয় এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব হাসান আকরাম, সহ-সভাপতি ইব্রাহিম মোল্লা, এবং সাধারণ সম্পাদক লাদেন সরকার।