
মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা পৌরসভার বাগমারায় মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে “বাগমারা স্পোটিং ক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩ টায় বাগমারা দক্ষিনপাড়া আলহাজ্ব আজিজুর রহমান (বাচ্চু) মিয়া কাশবন মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন, বাঘা স্পোটিং কর্ণার একাদশ বনাম বিজয়নগর স্পোটিং ক্লাব একাদশ।
উক্ত খেলায় বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার দর্শক খেলার মাঠে উপস্থিত ছিলেন। বিজয়নগর স্পোটিং ক্লাব একাদশ কে ট্রাইব্রেকারে হারিয়ে বাঘা স্পোটিং কর্ণার একাদশ চ্যাম্পিয়ন হয়। উক্ত টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করেন।
মোঃ নাহিদ হাসান, সদস্য সচিব, হোমনা পৌর সেচ্ছাসেবকদল ও বিদ্যুোৎসাহী সদস্য, এডহক কমিটি, রেহানা মজিদ মহিলা কলেজ এর সভাপত্তিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম, সদস্য সচিব, হোমনা পৌর বিএনপি, প্রধান মেহমান আমির হোসেন, আহবায়ক, ১ নং ওয়ার্ড বিএনপি, উদ্ভোধক মোঃ শাহ পরান, যুগ্ম-আহবায়ক, হোমনা পৌর সেচ্ছাসেবকদল, ক্রিড়া শিক্ষক মো. শরিফ সরকার, বিশেষ অতিথিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার্স আপ দলের মাঝে কালার টেলিভিশন বিতরণ করা হয়।
খেলা পরিচালনা করেন মোঃ সফিকুল ইসলাম মুন্না, মোঃ ওমর ফারুক, মোঃ মেহেদী হাসান সম্রাট ও মেহেদী হাসান সম্রাট। ধারাবর্ননায় ছিলেন, কথার যাদুকর, কথার খেলোয়ার ধারাভাষ্যকার কবি দেলোয়ার।