বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাহোমনায় বিল্লাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

হোমনায় বিল্লাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লা হোমনায় বিল্লাল হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
১৯ মার্চ বুধবার, হোমনার ঘাড়মোড়া গ্রামের আয়োজনে ঘাড়মোড়া বাজারের সামনে হোমনা-কাশিপুর রোডে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বিল্লালের মা শেলী বেগম, ফুফু কুলসুম বেগম, রহিম মেম্বার, মালু মেম্বার, সমাজসেবক আবদুর রহিম, মো. ইয়াছিন, আনোয়ার হোসেন, ইফতেখার, সাইদুল ও নবী হোসেনসহ এলাকার নানা গণ্যমান্য ব্যক্তি। এতে শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “আমরা মাদকমুক্ত সমাজ চাই এবং হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই। বিল্লাল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি এবং দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, গত রবিবার (১৬ মার্চ) রাতে হোমনা উপজেলার বড় ঘারমোড়া গ্রামে মাদক সেবন ও ব্যবসায় পূর্ব শত্রুতার কারণে মাদকসেবীরা বিল্লালকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments