
মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসের সূচনা হয় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হোমনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে অংশ নেয় উপজেলা প্রশাসন হোমনা সার্কেল ও হোমনা থানা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও এর অঙ্গসংগঠন হোমনা পৌরসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
সকাল ৮টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা, কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা এবং হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে সংবর্ধনা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা এর সভাপতিত্বে এবং এসিল্যান্ড আহম্মেদ মোফাচ্ছের এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি মোঃ নাজমুল হুদা, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক মুকুল, হোমনা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সন্তান মোঃ আলমগীর সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
পরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা একাদশ বনাম স্থানীয় গণ্যমান্য একাদশ খেলায় অংশগ্রহন করেছেন।
পাশাপাশি খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা হয়, যেখানে অংশগ্রহণকারীরা সুই গাথা ও বালিশ খেলায় অংশ নেন। শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।
উৎসবমুখর পরিবেশ ও নাগরিকদের অংশগ্রহণ
পুরো দিনজুড়ে হোমনায় ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হোমনায় মহান স্বাধীনতা দিবস উদযাপন অনন্য হয়ে উঠেছিল।