
মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় হোমনায় এক বিশেষ দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫ ইং) সকাল ১০টায় হোমনা চৌরাস্তা চেয়ারম্যান বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ভূমিকা স্মরণ করেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন। এসময় দলীয় নেতাকর্মীরা বিএনপির শক্তিশালী সংগঠনিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন মোঃ জহিরুল হক জহর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক আহবায়ক, বিএনপি হোমনা উপজেলা শাখা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ আজিজুর রহমান মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, বিএনপি হোমনা উপজেলা শাখা।
অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করা হয়, যেখানে দেশ, জাতি ও দলের মঙ্গল কামনা করা হয়। বিএনপি নেতাকর্মীরা দলীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে সকলকে তাবারুক পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।