বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাহোমনায় শহীদ জিয়াউর রহমানের মাগফিরাত ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও...

হোমনায় শহীদ জিয়াউর রহমানের মাগফিরাত ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় হোমনায় এক বিশেষ দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫ ইং) সকাল ১০টায় হোমনা চৌরাস্তা চেয়ারম্যান বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ভূমিকা স্মরণ করেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন। এসময় দলীয় নেতাকর্মীরা বিএনপির শক্তিশালী সংগঠনিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন মোঃ জহিরুল হক জহর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক আহবায়ক, বিএনপি হোমনা উপজেলা শাখা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ আজিজুর রহমান মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, বিএনপি হোমনা উপজেলা শাখা।

অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করা হয়, যেখানে দেশ, জাতি ও দলের মঙ্গল কামনা করা হয়। বিএনপি নেতাকর্মীরা দলীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পরে সকলকে তাবারুক পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments