
মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনা কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষে প্রাক্তণ শিক্ষার্থীদের সুবর্ণ জয়ন্তী ও পূর্ণমিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ২১পদক প্রাপ্ত মরহুম হাজী আবুল হাসেম সাহেবের ছেলে, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মইন।
বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎযাপন কমিটির আহবায়ক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী সোনালী ব্যাক পিএলসি’র অবসর প্রাপ্ত জেনারেল ম্যানেজার (জিএম) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব প্রাক্তন শিক্ষার্থী হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শহীদ উল্লাহ।
সকাল ১০ টায় বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশ গ্রহনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। পরে কাশিপুর খেলার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন,সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, উপজেলা জামাতে ইসলামের আমির মাওলানা মো.সাইদুল হক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাজস্ব কর্মকর্তা মুন্সি মিজানুর রহমান কে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী সুপ্রিম কোর্টের আইনজীবি মো. শাহ আলম, উপ- সচিব দুলাল চন্দ্র দাস, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, ইউপি চেয়ারম্যান ছাদেক সরকার, মুরাদনগর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যাপক মো. শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক মো. ফারুক আহম্মেদ, জাতীয় রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান মুন্সী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ষ্টোর অফিসার মো. আহসান উদ্দিন হাসান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, সংসদ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরনবী, মো. জাহাঙ্গীর আলম, মো.আবদুল হাই, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া, বিআরডিবির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক, সহকারি শিক্ষক আমিনুল ইসলাম, মো. শাহ জালাল, গিয়াস উদ্দিন সিঙ্গাপুরী সহ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
এ সময় প্রাক্তণ শিক্ষার্থীর পদচারনায় মুখরিত হয়ে উঠে প্রিয় শিক্ষাঙ্গন, কুশল বিনিময়, হৈ হুল্লোড়, আড্ডায় মাতিয়ে উঠে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মধ্যাহৃভোজ, রাফেল ড্র, ও সন্ধ্যায় কুড়ে ঘর ব্যান্ড দলের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।