
মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি-
কুমিল্লার আদালত প্রাঙ্গণে মো. সুমন মিয়া নামে মামলার বাদীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে আসামিরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে কুমিল্লা আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
আহত সুমন মিয়া হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. দৌলত মিয়ার ছেলে। বর্তমানে সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- একই গ্রামের মো. মতিন মিয়া (৪৮) ও সাদ্দাম হোসেন (২৯)। জানাযায় জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
আহত সুমনের বড় বোন ইয়াসমিন আরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়া ও এ্যাড. মানিক মিয়া সহ ২০ জনের বিরুদ্ধে উভয় পক্ষই মামলা করে। এই ঘটনার জেরে ১৫ ই ফেব্রুয়ারি আমার বাবা দৌলতমিয়াকে আবারও পেটায় আসামিপক্ষ। এই ঘটনায় সুমন বাদী হয়ে থানায় মামলা করেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) আসামিরা আদালতে জামিন নিতে আসলে সুমন তাদের সামনে পরে এবং তখনই আসামিরা তাকে বেধড়ক পেটিয়ে আহত করে। এ সময় সুমন অচেতন হয়ে পড়লে আদালতে উপস্থিত লোকজন সুমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং মতিন মিয়া ও সাদ্দাম হোসেনকেও আটক করে পুলিশে দেয় জনগণ।
কুমিল্লা কোতয়ালী থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন জানান, আদালতে জনগণের হাতে আটক মতিন ও সাদ্দামকে কোতয়ালী থানায় নেওয়া হয়েছে। আহত সুমনের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
কুমিল্লা আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ জানান, এই ঘটনায় বাদী চাইলে আলাদা মামলা করতে পারেন। কিন্ত এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে মামলার বাদী সুমনকে যারা মেরেছে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।