মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনা প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার, উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। এছাড়া প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও এতে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার মাস। এ সময় আত্মনিয়ন্ত্রণ ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার বলেন, "রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধিরও মাস। তাই আমাদের উচিত ধৈর্য, সংযম ও মানবতার সেবা করা। ভবিষ্যতেও হোমনা প্রেস ক্লাব এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত রাখবে।"
আলোচনা সভা শেষে একসঙ্গে ইফতার গ্রহণ করা হয়। অনুষ্ঠানের পরিপূর্ণ আয়োজন ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অংশগ্রহণকারীরা হোমনা প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।