বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২ টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের জামাইরটেক এলাকায় এ ঘটনা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পালিয়ে যাওয়া ইসমাইল হোসেন বয়াতি ওই এলাকার স্বর্ণকার বাড়ির মৃত আলী আজ্জমের ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। একটি মামলায় কোম্পানীগঞ্জ থানার এএসআই রবিউল তাকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরায়। সুযোগ বুঝে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইসমাইল হোসেন বয়াতি পালিয়ে যায়। এঘটনার পর পরই কোম্পানীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আসমিকে খুঁজছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান জানান, অভিযানের সময় পুলিশের সংখ্যা কম থাকায় মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন প্রকাশ বয়াতি তার সহযোগীদের সহায়তায় পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।