প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ৮:৫২ পি.এম
হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কাঠালিয়া উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির একাধিক নেতা-কর্মীকে হয়রানিমূলক মিথ্যা মামলায় আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ ফেব্রæয়ারি বুধবার দুপুরে উপজেলা বিএনপির বাস স্ট্যান্ডস্থ কার্যলয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন। এ সময় তিনি জানান, বিএনপি নামধারী কর্নেল (অবঃ) মোস্তাফিজুর রহমান, জাকারিয়া লিংকন, সেলিম রেজা ও গোলাম আজম সৌকত বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে রাজাপুর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। এ মামলায় কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর, যুন্ম সাধারণ সম্পাদক সালমান খান বিপ্লব, আনোয়ার হোসেন সাগরসহ একাধিক নেতা-কর্মীকে হয়রানিমূলক আসামী করা হয়েছে। আমরা কাঠালিয়া উপজেলা বিএনপি, এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবীদিন, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তুষার, বিএনপি নেতা হাসিব ভুট্টসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কমীরা।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত