মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
ইলিশ সম্পদ উন্নয়ন ও জাটকা রক্ষায় ফেব্রুয়ারী - মে চার মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুরের জেলেরাও।
অদ্য ১৭ মার্চ ২৫ ইং তারিখ অত্র ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া জেলেদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। এসব চাল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় ১নং সৈয়দপুর ইউনিয়ন কার্যালয়ে সরকার কর্তৃক বরাদ্দকৃত (ফেব্রু: ও মার্চ) ২ মাসের ৮০ কেজী চাল জেলেদের মধ্যে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং সৈয়দপুর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি, জনাব কাজী এনামুল বারী, ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপেজেলা মৎস্য কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (সচিব), সভাপতি, মিরেরহাট বাজার পরিচালনা কমিটি, সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি, সভাপতি, ৮নং ওয়ার্ড যুবদলসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।