
মোঃ জসীম উদ্দীন,চট্রগ্রাম বিশেষ প্রতিনিধি।
১ম বারের মতো আব্দুল্লাহ মুনতাহিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মোমেনুল ইসলাম অভির পৃষ্টপোষকতায় গত ২৪শে মে রোজ শুক্রবার সন্ধ্যা ৭:০০টায় পটিয়া স্পোর্টস এরিনা তে মরহুম ইকবাল হোসেন অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি সৈয়দ নুরুল আবছার,সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান,উদ্বোধক ছিলেন সুমন দে এবং বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ নুরুল হোসেন, মোহাম্মাদ মামুন উদ্দীন,মোহাম্মদ কুতুব উদ্দিন,আরো ছিলেন রাশেদ,জামাল,ছোটন,ইব্রাহিম,ইমরান,রাকিব এবং দক্ষিণ চট্টগ্রামের এনএল২৪ এর প্রধান মিডিয়া ব্যাক্তিত্ব নাফিজ করিম চৌধুরীসহ প্রমুখ,এতে প্রধান অথিতি বলেন,,,
খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। তিনি আরও বলেন, এক সময় মানুষ তিনবেলা ঠিকমত খেতে পারতো না, পেঁটের তাগিতে অভিভাবকেরা স্কুলে ভর্তি করতে চাইতো না, বর্তমান সরকার শিক্ষাখাতে নানান উন্নয়ন করাসহ রাস্তাঘাট, বিদ্যুৎ, বই খাতাসহ নারী-পুরুষের চাকুরী বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং শিক্ষা উপবৃত্তি প্রদান করছেন তখনই ছেলে মেয়েরা এমনিতেই স্কুল মুখি হচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পেয়ে মাঠে আসছে।