বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলা১০ তম গ্রেডের দবিতে সরকারি প্রথমিক সহকারী  শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

১০ তম গ্রেডের দবিতে সরকারি প্রথমিক সহকারী  শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

কামরুল হাসান। নাগেশ্বরী(কুড়িগ্রাম)নিজস্ব প্রতিনিধি

শিক্ষার হতে -খরি শুরু হয় প্রথমিক শিক্ষা থেকে।প্রথমিক শিক্ষা হলো সকল শিক্ষার ভিত্তি কিম্ত সেই শিক্ষকগণ বর্তমান সময় নানা দিক থেকে বৈষম্যের শিকার।তারা বেতন পান ১১ তম গ্রেড যা তৃতীয় শ্রেণির কর্মচারী হিসাবে গণ্য করা হয় অথচ এখোন দেশের সর্বোচ্চ ডিগ্রী ধারীরা প্রথমিক  শিক্ষা দিয়ে থাকেন।  বিশ্বের বিভন্ন দেশের দিকে তাকালে দেখা যায় প্রথমিক শিক্ষকদের সম্মান ও সম্মানি অনেক উপরে।যে দেশের শিক্ষকরা তৃতীয় শ্রেনির মর্যাদা পায় সে দেশের শিক্ষার কি অবস্থা হবে।তাই শিক্ষা কমিশন করে এসব অসঙ্গতি দূরকরা প্রয়োজন।

এ সব বৈষম্য লাঘব করে ১০ তম গ্রেড বাস্তবায়নের জন্য নাগেশ্বরী  উপজেলার  সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments