
রুবেল (মহম্মদপুর প্রতিনিধি)
মাগুরার মহম্মদপুর উপজেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের চারটি ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। মহম্মদপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব হামিদুর রহমান জুয়েলের স্বাক্ষরিত এই কমিটি মঙ্গলবার অনুমোদন দেওয়া হয়।
উপজেলার ১নং বাবুখালী ইউনিয়ন শ্রমিক দলের ৪১সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ মশিউর রহমান মিঠু সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক। বালিদিয়া ইউনিয়নে ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ মঞ্জুর আলম সভাপতি ও মোঃ ফিরোজ মন্ডল সাধারণ সম্পাদক। মহম্মদপুর সদর ইউনিয়নে ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ ইছাক মোল্যা সভাপতি ও মোঃ ফয়জুল সাধারণ সম্পাদক ও ৭নং পলাশবাড়ীয়া ইউনিয়নে মোঃ মাফুজার বিশ্বাসকে সভাপতি এবং মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক পদ প্রদান করে উক্ত কমিটির অনুমোদন প্রদান করা হয়।