
মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী)শিহ্মানবিশ প্রতিনিধি।
ওব্যাট ব্যাক টু স্কুলের সম্মানিত শিক্ষকের বিদায় অনুষ্ঠান
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্তিকের এলাকা সমন্বয়কারী মো:ইরফান আজম,হিসাব রক্ষক মো :মেরাজ আলম, প্রধান শিক্ষক মো:জামিল হাসান ও অন্যান্য শিক্ষকগণ।
ওব্যাট ব্যাক টু স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ রিজওয়ান স্যার কে সংবর্ধনার মাধ্যমে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দরা বিদায় জানান।
সৈয়দপুর উপজেলায় প্রান্তিক উন্নয়ন সোসাইটি কর্তৃক পরিচালিত ওব্যাট ব্যাক টু স্কুলে মোহাম্মদ রিজওয়ান স্যার জুন ২০২২ সাল থেকে শিক্ষকতা করে আসছেন। সম্প্রতি মন্মথপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর, দিনাজপুরে স্যারের সরকারি (এমপিও) ভূক্ত চাকুরী হওয়ায় স্যারকে বিদায় সংবর্ধনা জানানো হয়।বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।এসময় শিক্ষক ও শিক্ষার্থীর বক্তব্যে বিদায়ের শোক নেমে আসে।এবং বিভিন্ন স্মৃতিচারন সামনে উঠে আসে।
বিদায় বক্তব্যে শিক্ষকরা জানান স্যারের হাসিখুশি মুখ, ইতিবাচক মনোভাব, এবং সহায়তাকারী হাত সবসময় কাজের প্রতি আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে।
এক শিক্ষার্থীর ভাষ্যে -স্যারের উদারতা, সহানুভূতি, এবং অন্যের প্রতি সহায়তার মানসিকতা আমাদের সকলকে মুগ্ধ করেছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীর উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।