
মমিনুল ইসলাম,তজুমদ্দিন।
বহুল আলোচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলা মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সকল আসামি খালাস পাওয়ায় তাতক্ষণিক তজুমদ্দিন উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও আহ্বায়ক, আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
মিষ্টি বিতরণ শেষে মোস্তাফিজুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন স্বৈরাচারী সরকার আমাদের নেতা তারেক রহমানের নামে ২১ আগষ্টের গ্রেনেড হামলা মামলাটি মিথ্যা ছিলো যা আজকে কোর্টে প্রমানিত হলো। তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ তার নামে মিথ্যা মামলাগুলো অব্যাহতির হওয়ায় আজ বাংলাদেশের মানুষ আনন্দিত। মানুষ এখন তারেক রহমানকে দেশে বরন করে নেওয়ার অপেক্ষায়।
তিনি আরো বলেন তারেক রহমানের মামলাগুলো অব্যাহত হওয়ায় স্বৈরাচারী বাহিনী ও শত্রুরাষ্টগুলো এখন আতংকিত হয়ে পরেন তবে তারেক রহমান বাংলাদেশে আসা কেউ ঠেকাতে পারবে না।
মোস্তাফিজুর রহমানের বক্তব্য শেষে মিষ্টি বিতরণ করে মিছিল বের হয়।
মিছিলটি তজুমদ্দিন উত্তর বাজার থেকে শুরু করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হয়ে ঘুরে চাঁদপুর ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণ করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়া, তজুমদ্দিন উপজেলা বিএনপি নেতা জহুরুল হক মাষ্টার, তজুমদ্দিন উপজেলা ওলামাদল নেতা কাজী ছালামত উল্ল্যাহ,মাওলানা ফারুক আহমেদ । তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা আলহাজ্ব জাহিদুর রহমান মিরন,আলহাজ্ব গোলাম মোস্তফা সবুজ, লোকজন হোসেন পাটোয়ারী, রিয়াজ পঞ্চায়েত, জহিরুল ইসলাম নুরে আলম তালুকদার। তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলহাজ্ব সাইদুর রহমান রিপন,মোশাররফ হোসেন মাকসুদ, হাসেম হাওলাদার।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শরিফ শিকদার, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মমিনুল ইসলাম সাকিল কলেজ নেতা মেহরাব হোসেন, তানজিদ হোসেন, মোহন, সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন