প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৮:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৮:৫৮ পি.এম
২২ এপ্রিল ফুলতলায় দেশি-বিদেশি অস্ত্রসহ যুবক আটক।

মো: নাসিরুল ইসলাম, ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
৭ টি দা এবং একনলা একটি বিদেশি বন্দুকসহ সেলিম শেখ (৩৭) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাত ৩ টার দিকে ফুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ফুলতলা বাজার দামোদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সাঈদ শেখের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো: জিল্লাল হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাতে সেলিম শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময়ে বাড়ি থেকে ৭ টি ছেন দা এবং একটি বিদেশী একনালা বন্দুক উদ্ধার করে। পরে থানায় এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সেলিম একনালা বন্দুকের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তার বিরুদ্ধে থানায় অন্য কোন অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত