প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৮:০৭ পি.এম
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পীর সাহেব চরমোনাই

মো: আবদুর রহিম মেহেদী, পটুয়াখালী সদর (পটুয়াখালী) শিক্ষানবিশ প্রতিনিধি :
বছরঘুরে আবারো আমরা গৌরব ও অহংকারের স্বাধীনতা দিবসে উপনিত হয়েছি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ৭১ সালের এই দিনে রক্তের নজরানায় শুরু হয়েছিলো আমাদের স্বাধীনতা সংগ্রাম। ১৭৫৭ থেকে শুরু হওয়া দুইশত বছরের অধিককালের মুক্তির সংগ্রাম এক চুড়ান্ত স্তরে প্রবেশ করে আজকের এই দিনে।
তিনি বলেন আজকের এইদিন মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাগরিফাত ও জান্নাতে তাদের উচ্চমাকাম কামনা করছি।
মুক্তি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম আজো চলমান। গত জুলাইয়ে রক্তক্ষয়ী এক গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এক নির্মম স্বৈরাচারের পতন হয়েছে। এখন সংগ্রাম সংস্কার করে দেশকে স্বাধীনতার কাংখিত পথে পরিচালিত করার।
২৬ মার্চ আমাদের আমাদের চিরন্তন অনুপ্রেরণার উৎস। অন্যায়-অবিচার ও জুলুমের বিরুদ্ধে আমাদের অনন্ত বিদ্রোহের বাতিঘর ২৬ মার্চ। বিট্রিশ উপনিবেশন, পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে যেমন আমরা বারংবার রুখে দাড়িয়েছি তেমনি ২৬ মার্চের স্বাধীনতার দিবসের চেতনায় আমরা ২০২৪ সালেও স্বৈরতন্ত্রকে দেশছাড়া করতে বাধ্য করেছি।
২৬ মার্চ আমাদের সম্মিলিত প্রতিরোধে সূচনাদিন। কিন্তু পতিত স্বৈরাচার এই দিনসহ সমগ্র স্বাধীনতা সংগ্রামকে দলীয়করণ করে ফেলেছিলো। এই দিনগুলোতে কেবল একজনের ভাষণই শোনা যেতো। আমাদের লক্ষ মানুষের আত্মত্যাগকে ম্লান করে একজনের বন্দনা করা হতো। আমরা সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি। এবারে স্বাধীনতা দিবস তাই নতুন ও স্বকীয় মহিমায় উদ্ভাসিত।
ইসলামী আন্দোলনের বাংলাদেশ-এর আমীর স্বকীয় মহিমায় উদ্ভাসিত এই স্বাধীনতা দিবসে সবাইকে আবারো অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত