
মোঃ জমির উদ্দিন,পীরগাছা (রংপুর) প্রতিনিধি।
রংপুরের পীরগাছায় উপজেলা রক্তাক্ত ২৮শে অক্টোবর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার ২৮ অক্টোবর মাগরিবের নামাজ বাদ কৈকুড়ী ইউনিয়নে পরিষদ মাঠে থেকে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।এ মিছিলের নেতৃত্ব দেন পীরগাছা উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা জয়নাল আবেদীন ও কৈকুড়ী ইউনিয়নে জামায়াতের আমির মাওলানা নুরুন্নবী বিশাল মিছিলটি কৈকুড়ী ইউনিয়নে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন থেকে শুরু হয়ে বাজারের প্রত্যেকটি গলি প্রদক্ষিণ করে এসে সমাপ্ত হয়ে মিছিল শেষে সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা জয়নাল আবেদীন, কৈকুড়ী ইউনিয়নে জামায়াতের আমির মাওলানা নুরুন্নবী, সাইদুল ইসলাম,কৈকুড়ী ইউনিয়ন সেক্রেটারি রমজান শেখ সভাপতি যুববিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগাছা উপজেলা শাখা, মাওলানা শফিকুল ইসলাম মিলন ওলামা বিভাগের জেলা সেক্রেটারি,লাতিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কৈকুড়ী ইউনিয়ন, সেলিম মিয়া সভাপতি পেশাজীবি শাখা,আব্দুর রহীম সভাপতি ছাত্রশিবির পীরগাছা দক্ষিণ থানা শাখা এর বক্তব্য মধ্যে দিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য রক্তাক্ত ২৮শে অক্টোবর বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ মানবতাবিরোধী অপরাধ।২০০৬ সালে এই দিনে এ দেশের রাজনীতি ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়। এ ঘটনা শুধু বাংলাদেশের নয় গোটা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। এতে হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করে মুখরিত করে তোলেন মিছিল ও প্রতিবাদ সমাবেশ।