প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৭:১৫ পি.এম
২৯ নভেম্বর ২০২৪ ইং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

পান্না আক্তার ।। গাজীপুর সদর(গাজীপুর)শিক্ষানবিশ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৪ ইং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও আহত সকলের দ্রুত সুস্থতা কামনায় বিএনপির পক্ষ থেকে ভাদাইল, আব্দুল হামিদ ভূইয়া স্কুল মাঠ প্রাঙ্গণে ""মিলাদ ও দোয়া মাহফিল"" অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভারের জনপ্রিয় মুখ মাটি ও মানুষের নেতা সাবেক এম,পি ঢাকা-১৯, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক,ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি নেতা ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
আরো উপস্থিত ছিলেন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় বারবার কারানির্যাতিত ও রাজপথের লড়াকু সৈনিক এবং ঢাকা জেলা মহানগর উত্তরের সাবেক প্রতিষ্ঠিতা আহবায়ক জনাব মোঃ তমিজ উদ্দিন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি (পদপ্রার্থী) যার নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনের সকল কার্যক্রম সফলভাবে সফল হয়েছিল। এই সময় তার নেতৃত্বে হাজার হাজার মানুষের ঢল নামে। রাস্তাঘাট কানায় কানায় পূর্ণ ছিল।
সভাপতিঃ হাজী মোঃ পিয়ার আলী
সঞ্চালনায়ঃ জাহাঙ্গীর আলম মন্ডল।
সভাপতি ধামসোনা ইউনিয়ন যুবদল
সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বক্তব্য কালীন সময়ে সকলের উদ্দেশ্যে বলেন বিগত সরকারের আমলে অসহায় মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়েছে এখন সময় তাদের বিরুদ্ধে দেশ ও জনগণের মানুষদের রুখে দারানোর। আয়োজন চলাকালীন সময়ে প্রতিটি মানুষ কে প্রধান অতিথি আশ্বস্ত করেন জেকোন প্রয়োজনে তাদের পাশে থাকবেন।
ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সকল সেবামূলক প্রতিষ্ঠানকে গণবিরোধী করে তুলেছিল। তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিজেদের প্রয়োজন মত ব্যবহার করা হয়েছে শিগগিরই তা জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা হবে।
প্রতিহিংসা নয়, এখন সময় দেশ কে নতুন করে গড়ার বরং ন্যায় ও সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিশ্বের দরবারে শিরদাঁড়া উঁচিয়ে এগিয়ে যাবে এই আশাই রেখেছেন
স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় যাত্রায় গণমানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করেন অনুষ্ঠান চলাকালীন সময়ে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত