
মোহাম্মদ মামুন খান,হাইমচর(চাঁদপুর)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ এর ৩য় ধাপে যমুনা, সুরমা, পদ্মা ও মেঘনা সেটের গতকাল ২৩ এপ্রিল ১৪ জন এবং আজ ২৪ এপ্রিল ০৬ জন মোট ২০ জন আবেদনকারী তাদের লিখিত পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহারিচালক ও পরিচালক পলিসি ও অপারেশন বরাবর আবেদন জমা দিয়েছেন। ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানায় যে,
ভালো পরীক্ষা দিয়েও তাদের ফলাফল প্রকাশ করা হযনি। তারা আরো জানায়, যারা ৫৫ নম্বর পেয়েছে তাদের লিখিত পরীক্ষার ফলাফলের ম্যাসেজ মোবাইলে এসেছে। কিন্তু আমরা ভালো পরীক্ষা দিয়েও এমনকি আমাদের প্রত্যেকের ৬৫ নম্বরের উপরে নম্বর পাবো তাতেও ভুক্তভোগী আমাদের ফলাফল প্রকাশিত হয়নি এমনকি আমাদের মোবাইলেও কোনো ধরনের ম্যাসেজ আসেনি। তারা আরে জানায় যে গত ২১ এপ্রিল রবিবার সকাল ১০ টা একবার রেজাল্ট ঘোষিত হওয়ারপর বিকাল বেলায় কারিগরী টেকনিক্যাল ত্রুটি হওয়ায় শিক্ষক নিয়োগ ২০২৩ এর ৩য় ধাপের পরীক্ষার রেজাল্ট রাত ১২ টা পুনরায় প্রকাশ করা হবে। আমরা আবার আশায় বুক বাঁধি হয়তো এবার আমাদের রেজাল্ট আসবে। রাত ১২ থেক সকাল ৯ টা পর্যন্ত রেজাল্টের অপেক্ষা করেও যখন আমাদের আর রেজাল্ট পাইনি।তখন আমরা সবাই ভেঙ্গে পড়ি। এদিকে আমাদেরসরকারি চাকুরির বয়সও শেষ হয়ে গিয়েছে। আমরা এখন অসহায়। তাই আমরা উপায়ন্ত না পেয়ে আমারা ২০ জন আমাদের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত মহাপরিচালক এবং পরিচালক পলিসি অপারেশন বরাবর আবেদনপত্র জমা দেই। আমাদের ফলাফল পুনঃ নির্ধারণের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আশুহস্তক্ষেপ কামনা করছি। প্রাথমিক নিয়োগ পরীক্ষার ৩য় ধাপের ২০ জন ভুক্তভোগী রেজাল্টপ্রার্থী হাইকোর্টে রিট করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে তাদের আবেদন পত্র জমা দেয়ার সময় নাকি মন্ত্রণালয়ের রিসিপশণ থেকে শুরু করে সবাই ভুক্তভোগীদের সাথে খারাপ আচরন করেছে এমনকি আবেদন জমাদানের সময় হযরানির স্বীকার হতে হয়েছে বলে জানান।