বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগ৪১ দিন জামাতের সহিত নামাজ আদায় করায় শিশু কিশোরদের মাঝে অর্থ দিয়ে...

৪১ দিন জামাতের সহিত নামাজ আদায় করায় শিশু কিশোরদের মাঝে অর্থ দিয়ে উৎসাহ প্রদান।

 আফজাল হোসেন জয়,বিশেষ প্রতিনিধি লামা,বান্দরবান।

বান্দরবানের লামার আজিজ নগর ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদে নিয়মিত ৫ ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করায় শিশু কিশোরদের মাঝে নদগ প্রতি জনকে ২,০০০/- (দুই হাজার) টাকা করে ৩৮ জনকে পুরস্কৃত করা হয়েছে।

৭ মার্চ (রবিবার) বাদে জোহর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জামে মসজিদের খতিব, মাওলানা হাফেজ মোহাম্মদ হোবাইব এর সভাপতিত্বে মোঃ জোবাইর এর সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আজিজ নগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজিজ নগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, লামা উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক, জসিম উদ্দিন কোম্পানী।

স্বাগত বক্তব্য রাখেন, মুফতি মৌওলানা মোঃ তৌহিদুল ইসলাম, বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম কামাল হোসেন।

প্রধান অতিথি বলেন- নামাজ নাই তো ইসলাম নাই, তাই সমাজকে ও সমাজের মানুষের মাঝে নামাজের প্রতি আকৃষ্ট করতে এবং শিশু কিশোরদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে আজকের এই আয়োজন। সমাজে নানাবিধ ব্যাধি দুর করতে নামাজই এক মাত্র ঊপায়। তিনি উপস্থিত সকলকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আহ্বান জানান।

উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন- আজিজনগর কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ, নুরুল ইসলাম,গন্যমান্য ব্যক্তিগন।

সচেতন মহল মনে করেন এমন কর্মকান্ডের মাধ্যমে শিশু কিশোরদের মাঝে নামাজের আগ্রহ বাড়বে এবং সুন্দর সমাজ বিনির্মানে এসব শিশুরা এক সময় ভূমিকা রাখবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments