দীঘিনালা প্রতিনিধি তারিখিঃ
দীঘিনালা উপজেলায় ৪ দিন ধরে ৫টি রবি টাওয়ারের নেটওয়ার্ক না থাকায় আশেপাশের এলকায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইন্টারনেট সেবা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুছড়া কার্বারী পাড়া, বাঘাইছড়ি মুখ, জারুলছড়ি, বড়াদম, সাধানাটিলাসহ ৫টি টাওয়ারে ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে। গত ২০ জানুয়ারি হতে এই টাওয়ারগুলোতে নেটওয়ার্ক না থাকায় ভোগান্তিতে পড়েছে ইন্টারনেট গ্রাহকরা। এতে ব্যহত হচ্ছে ইন্টারনেট পরিসেবা।
রবির খাগড়াছড়ি জেলা সুপার ভাইজার মো. খোরশেদ আলম বলেন, আমাদের দীঘিনালায় ৫টি রবির টাওয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমরা খুব শীঘ্রই ইন্টারনেট গ্রাহকের কথা বিবেচনা করে রবির নেটওয়ার্ক নিরাপত্তা দায়িত্বরত জনবল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আমরা টাওয়ার গুলো সচল করবো।
উল্লেখ্য, দীঘিনালা উপজেলায় বাংলাদেশের রাষ্ট্রীয় নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক টাওয়ার ১০টি, রবি ও এয়ারটেল ৭টি, গ্রামিণফোন ১টি ও বাংলালিংক ১টিসহ ১৯ ইন্টারনেট নেটওয়ার্ক টাওয়ার রয়েছে। যার মধ্যে ৫টি টাওয়ার ৩ দিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
দীঘিনালা থনা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওস) মোঃ জাকারিয়া জানান, রবির নেটওয়ার্ক বিচ্ছিন্ন বিষয়টি আমার অবগত আছি। আমরা যে তথ্য পেয়েছি সেটি যান্ত্রিক ত্রুটির কোন বিষয় না। অন্য কোন বিষয় জড়িত আছে। তাছাড়া আমাদের কাছে কোন লিখিত অভিযোগও করেনি রবি প্রতিষ্ঠান‘টি।