বাড়িবাংলাদেশেসিলেট বিভাগ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন।

৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন।

সাজন দেব বর্মা : নিজস্ব প্রতিনিধি বাহুবল, হবিগঞ্জ। 

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে হবিগঞ্জের বাহুবলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করে বাহুবলের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার আব্দুল মালিকের সভাপতিত্বে বক্তব্য পেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মনজুর আহসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মোর্শেদ, বাহুবল মডেল থানার এসআই আবু মোখসেদ, বাংলাদেশ প্রেসক্লাব বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ। ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান নোমান ও বিভিন্ন সমবায় সমিতির সফল নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, একটি দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য সমবায়ের প্রসার ঘটাতে হবে। আর্থসামাজিক মানোন্নয়নের জন্য সমবায় সমিতির সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments