
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষ্যে সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে “সুস্থ দেহ সুস্থ মন,জাগিয়ে তুলবো ক্রীড়াঙ্গন” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার, শেখ মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ধামইরহাটে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপাভাইজার কাজল কুমার সরকার।
গত ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৪ টি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সর্বমোট ৫টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান পুরস্কার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. খেলাল-ই রব্বানী, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আ. রহমান, সেননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো.আব্দুস সোবাহান, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহম্মেদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক প্রমুখ।