প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৫:০৬ পি.এম
কটিয়াদী হলি ক্রিসেন্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ , কটিয়াদী(কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ হলি ক্রিসেন্ট পাবলিক স্কুল শিক্ষা পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অত্র প্রতিষ্ঠানের কর্ণধার বিশিষ্ট শিক্ষানুরাগী ও হলি ক্রিসেন্ট শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হাফেজ আব্দুল কাদির (চেয়ারম্যান জননী রিয়েলএস্টেট লিঃ ঢাকা), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আফজাল হোসেন (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কটিয়াদী) প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার (উপদেষ্টা, কটিয়াদী কিন্ডারগার্টেন সমিতি), বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শফিকুল ইসলাম ভূঁইয়া শ্যামল (সভাপতি, জালালপুর ইউনিয়ন, বিএনপি) জনাব বিল্লাল হোসেন বিএসসি (বিশিষ্ট শিক্ষানুরাগী জালালপুর, কটিয়াদী) এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং সম্মানিত অভিভাবক মন্ডলী। উল্লেখ্য যে, ২০০২ সাল থেকে এই প্রতিষ্ঠানটি শিক্ষাসেবার মাধ্যমে তারা সফলতার সাথে প্রায় দুই যুগ অতিক্রম করে আসছে। প্রতি বছর ঈর্ষণীয় ফলাফল, বিভিন্ন মেধা বৃত্তি প্রাপ্তির কারণে জেলা-উপজেলার মেধা তালিকায় শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত