
নাজমুল হক, কালিয়াকৈরে(গাজীপুর) নিজস্ব প্রতিনিধি
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রোজ গার্ডেন মডেল স্কুল-এ উদযাপিত হলো তারণ্য উৎসব ২০২৫। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পিঠা উৎসব, যেখানে শিক্ষার্থীরা দেশীয় পিঠার বাহারি স্বাদে মেতে ওঠে।
স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় বাহারি পিঠার স্টল। শিক্ষার্থীদের তৈরি চিতই, ভাপা, পাটিসাপটা, দুধ চিতই, নারিকেল পুলি ও অন্যান্য মজাদার পিঠা সবার নজর কাড়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মজিবুর রহমান (সাবেক মেয়র, কালিয়াকৈর পৌরসভা, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি),প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক শামীমা আক্তার, সহকারী শিক্ষক মোঃ কবির হোসাইন, মোঃ আব্দুল আলীম, রহিমা বেগম আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান মিয়া, সহ-সভাপতি জিয়ারত হোসেন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত নাজমুল হক (প্রধান শিক্ষক গ্রাম বাংলা বিদ্যালয় ও সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতি),মো: আবু ইউসুফ (প্রধান শিক্ষক, আফাজ উদ্দিন মোল্লা স্কুল এন্ড কলেজ), মো: আজহারুল ইসলাম লিখন (পরিচালক, গাজীপুর সৃষ্টি ক্যাডেট স্কুল,চন্দ্র শাখা ), মোঃ আরিফ হোসেন (পরিচালক, খবির উদ্দিন পাবলিক স্কুল),সহ শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও এ আয়োজনে অংশ নেন।
প্রধান অতিথি জনাব মোঃ মজিবুর রহমান বলেন বলেন, “পিঠা উৎসব আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্যের প্রতি ভালোবাসা গড়ে তুলতেই এই আয়োজন অনেক ভূমিকা রাখে”
সারাদিনব্যাপী উৎসবটি ছিল আনন্দ, সাংস্কৃতিক পরিবেশনা ও দেশীয় ঐতিহ্যের চর্চায় ভরপুর। শিক্ষার্থীরা শুধুমাত্র পিঠা তৈরি করাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলের পিঠার ইতিহাস ও প্রস্তুতপ্রণালি নিয়েও আলোচনা করেন।
এমন আয়োজনে মুগ্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা প্রত্যাশা করেন, ভবিষ্যতেও রোজ গার্ডেন মডেল স্কুল এ ধরনের বর্ণাঢ্য উৎসব আয়োজন করবে।